বরিশালের বানারীপাড়ায় ১০ পিস ইয়াবাসহ ফায়ার সার্ভিসের ফায়ারম্যান বজলুর রহমানকে আটক করেছে পুলিশ। গত রবিবার রাতে উপজেলা সদরের ফায়ার সার্ভিস গেটে অভিযান চালিয়ে পুলিশ তাকে ইয়াবাসহ আটক করে। এ ঘটনায় তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেছে।
মামলাটি তদন্তের জন্য এসআই মুনসুর আলীকে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছেন বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান।
এদিকে, ফায়ারম্যান বজলুর রহমানকে আটকের পর ওই রাতেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করার কথা জানিয়েছেন বানারীপাড়া ফায়ার সার্ভিসের সাব অফিসার মো. আকতার হোসেন। তাদের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের কথা বলেন তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম