২৩ সেপ্টেম্বর, ২০১৯ ২০:২৩

কুয়াকাটায় মোটরসাইকেল চালকদের সাথে পুলিশের মতবিনিময়

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

কুয়াকাটায় মোটরসাইকেল চালকদের সাথে পুলিশের মতবিনিময়

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় মোটরসাইকেল চালদের সাথে মতবিনিময় সভা করেছে ট্যুরিষ্ট পুলিশ। আগত পর্যটকদের সেবার মানোন্নয়নের লক্ষ্যে কুয়াকাটা ট্যুর অপারেটর এসোসিয়েশনের (টোয়াক)’র উদ্যোগে সোমবার সকাল ১০ টায় ট্যুরিষ্ট পুলিশ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ পরিদর্শক (ওসি) মো. খলিলুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, কুয়াকাটা টোয়াক’র সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, পরিচালক আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা শ্রমিকলীগ সভাপতি মো.আব্বাস কাজী, সাধারন সম্পাদক মো.হাবিব হাওলাদার প্রমুখ।

সভায় বলা হয়, কুয়াকাটা সৈকতসহ পর্যটন এলাকার চালকদের আগামী ৭ দিনের মধ্যে ড্রাইভিং লাইসেন্স, গাড়ীর কাগজপত্র ও হেলমেট ব্যবহার করতে হবে। সৈকতের ছাতা বেঞ্চ এলাকায় কোন মোটরসাইকেল চালানো যাবে না। পর্যটকদের সাথে মোটরসাইকেল চালকদের আচরণবিধি, ভাড়া নির্ধারণ, পর্যটকদের সেবার মান উন্নয়ন করাসহ পর্যটকদের আকৃষ্ট করতে দিকনির্দেশনামূলক পরামর্শ দেয়া হয় ওই সভায়।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর