ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আয়নাল আলী। আয়নাল শেখ পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা গ্রামের ইন্তাজ আলীর ছেলে। এ ঘটনায় মারত্মক আহত হয়েছেন তার স্ত্রী শুভা বেগম।
উপজেলার রূপাপাত ইউনিয়নের বন্ডপাশা গ্রামের হালিম চেয়ারম্যানের বাড়ির সামনে ইটভাটার ট্রলির সঙ্গে ওই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা আহত উভয়কে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আয়নালকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/হিমেল