হবিগঞ্জে ১৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে সদর উপজেলার বহুলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করা হয়।
সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের এসব শহীদ মিনার উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। এসময় হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত হোসেন রুবেল সভাপতিত্ব করেন। বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন