ফরিদপুরের বোয়ালমারী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলেজ চত্বরে ২০১৯ শিক্ষাবর্ষের একাদশ ও সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
কলেজটির প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক আব্দুর রশিদ, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. মজনু মিয়া, নবীন ছাত্রী ফারহিনা মজনু প্রাপ্তি, সাদিয়া ইসলাম প্রমুখ ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান রেখা পারভীন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আকরামুজ্জামান মৃধা রুকু, খান মোস্তাফিজুর রহমান সুমন, মাসুদুর রহমান। নবীন ছাত্রীদের ফুল ও বিভিন্ন শিক্ষা উপকরণ দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় কলেজের ছাত্রীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল