ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার চকমোকামিয়া শহীদ খাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিনের বিরুদ্ধে ৫ম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। সোমবার সকাল ১০ টায় সমাপণী মডেল টেষ্ট পরীক্ষায় প্রবেশপত্র সংগ্রহ করতে গিয়ে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থী ও তার মা জানান, নিকটস্থ চরগোরকপুর প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ৫ম শ্রেণির মডেল টেষ্ট পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র সংগ্রহ করতে গেলে অভিযুক্ত প্রধান শিক্ষক তাকে জাপটে ধরে স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার চেষ্টা চালায়। এ সময় মেয়েটি দৌঁড়ে এসে পরীক্ষা কেন্দ্রে থাকা অন্যান্য শিক্ষদের বিষয়টি অবহিত করেন।
স্থানীয়রা জানায়, শিক্ষক মফিজ উদ্দিন ইতিপূর্বে অন্যান্য স্কুলে শিক্ষক থাকাবস্থায় নানা অনিয়মের সাথে জড়িত ছিলেন। শুধু তাই নয় তার বর্তমান কর্মস্থল চক মোকামিয়া শহীদ খাজা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সরকার কর্তৃক বিনামূল্যে বই বিতরণ করার কথা থাকলেও তিনি শিক্ষার্থীদের কাছে ২০-২৫ টাকা করে নিয়ে বই বিতরণ করেন।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মফিজ উদ্দিন বিষয়টি অস্বীকার করে বলেন, স্কুল কর্তৃক মডেল টেষ্ট পরীক্ষার অংশগ্রহণের জন্য ৫ম শ্রেণির শিক্ষার্থীদের যে তালিকা প্রেরণ করা হয়েছিল। সেক্ষেত্রে মেয়েটি তালিকা থেকে বাদ পড়ে যাওয়ায় তাকে বুঝানোর চেষ্টা করেছি। এলাকার কতিপয় লোক আমার বিরুদ্ধে অপ্রচার চালাচ্ছে।
এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলহাজ্জ হোসাইন মোহাম্মদ ফারুক জানান, ঘটনার প্রাথমিক সত্যতা তদন্ত কর্মকর্তার মাধ্যমে পেয়েছি এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার সত্যতা স্বীকার করে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল