প্রায় দুই যুগ পর নীলফামারী জেলা মহিলা আওয়ামী লীগের নেত্বত্বে পরিবর্তন এসেছে। সোমবার দুপুরে নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে ২৩বছর পর ত্রি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আসাদুজ্জামান নুর।
নতুন কমিটিতে রুপালি আকতার সভাপতি ও ফরিদা খানম সাধারণ সম্পাদক নিবাচিত হন।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া আলীমের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক হাসিনা আহমেদ এতে সাংগঠনিক তথ্য উপস্থাপন করেন।
দুপুর ১২টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হওয়া সম্মেলনে দলের প্রয়াত নেতা কমীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মাহমুদা বেগম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিখা চক্রবতি, শিরিন রুখসানা, সাংগঠনিক সম্পাদক দিলরুবা জামান শেলি, শেখ আনার কলি।
অনুষ্ঠানে প্রধান বক্তা বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি কমিটি এতদিন ধরে কিভাবে দায়িত্ব পালন করে। নীলফামারীতে সাংগঠনিক ভাবে শক্তিশালী হতে পারেনি সংগঠনটি।
তিনি আক্ষেপ করে বলেন, এতদিনে অন্তত চারবার সম্মেলন হওয়ার কথা। একটি সম্মেলন হচ্ছে বোঝায় যায় না। বাহির দেখে মনে হয় না এখানে সম্মেলন হচ্ছে।
নতুন নেত্বত্বের প্রতি মাহমুদা বেগম বলেন, আপনাদের সক্ষমতা আমি দেখতে চাই। নতুন কমিটির পরিচিতি সভা হবে খোলা মাঠে। যাতে মনে হয় মহিলা আওয়ামী লীগ নীলফামারীতে আছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর বলেন, নারীর ক্ষমতায়নে একমাত্র শেখ হাসিনা জায়গা করে দিয়েছেন। দেশের বড় বড় অনেক পদে আসিন হয়েছেন যোগ্য নারীরা। আমাদের নেত্রীর হাত ধরে অদম্য গতিতে এগিয়ে চলছে প্রিয় দেশ। যেখানে যুক্ত রয়েছেন পুরুষদের পাশাপাশি নারীরাও।
বিডি প্রতিদিন/হিমেল