মিয়ানমারের সীমান্ত ঘেঁষা কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে ক্যাম্প পরিদির্শনে যাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ সাফিনুল ইসলাম।
মঙ্গলবার সকালে হেলিকপ্টারযোগে তার সেন্টমার্টিনে পৌঁছার কথা।
এক ক্ষুদে বার্তায় এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
তিনি জানান, ‘সীমান্ত নিরাপত্তা, বিজিবি’র বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখার জন্য মঙ্গলবার সকালে সেন্টমার্টিনে আসছেন বিজিবির মহাপরিচালক। এ সময় সেখানকার বিজিবি ক্যাম্প ও সদস্যদের বিভিন্ন বিষয় তুলে ধরবেন তিনি।’
বিজিব সূত্রে জানা যায়, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ১৯৯৭ সাল পর্যন্ত দ্বীপে বিজিবির কার্যক্রম ছিল। এরপর দ্বীপে কোস্ট গার্ড কাযক্রম চালিয়ে আসছিল। দীর্ঘ ২২ বছর বন্ধ থাকার পর চলতি বছরের ৭ এপ্রিল কোস্ট গার্ডের পাশাপাশি বিজিবিও সেখানে নিয়মিত টহল শুরু করে। মূলত সীমান্তের সুরক্ষা ও চোরচালান রোধে সরকার নতুন করে দ্বীপে বিজিবির একটি চৌকি স্থাপনার উদ্যোগ নেয়। এই চৌকি প্রথমবারের মত পরির্দশনে যাচ্ছেন বিজিবির মহাপরিচালক।
সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ বলেন, দ্বীপে বিজিবি মহাপরিচালক আসার খবর শুনেছি। তবে দ্বীপে বিজিবি মোতায়েনের ফলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হয়েছে। এতে স্থানীয় অধিবাসী ও পর্যটকদের নিরাপত্তা বিষয়ে আর চিন্তা নেই।
বিডি প্রতিদিন/কালাম