ভোলার চরফ্যাশন বেতুয়া স্টিমারঘাটে আধুনিকমানের পন্টুন স্থাপিত হয়েছে।
ঈদুল আজহার আগে তীব্র জোয়ার ও ঘূর্ণিঝরের কবলে পড়ে বেতুয়া স্টিমারঘাটের পন্টুনটি ভেঙে জনদুর্ভোগের সৃষ্টি হয়। ঢাকা-চরফ্যাশনগামী লঞ্চযাত্রীদের দুর্ভোগের সৃষ্টি হলে বিআইডব্লিউটিএ’কে কয়েক দফা অবহিত করলেও তারা পন্টুনটি মেরামত করেনি। ফলে লঞ্চ নোঙরসহ যাত্রীদের লঞ্চে ওঠানামায় ও ব্যবসায়ীদের মালামাল নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হয়।
জনদুর্ভোগ নিয়ে গত ১৮ আগস্ট বাংলাদেশ প্রতিদিনে খবর প্রকাশের পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির প্রচেষ্টায় নৌ-পরিবহন মন্ত্রণালয়কে অবহিত করার পর বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ২শ’ ৪০ ফুট দৈর্ঘ্যের আধুনিকমানের একটি বার্জ পন্টুন বসানোর কাজ সম্পন্ন হয়েছে।
গত ১১ সেপ্টেম্বর বেতুয়া ঘাটে আধুনিকমানের এই পন্টুনটি আসার পর বিআইডব্লিউটিএ শ্রমিকদের প্রচেষ্টায় মঙ্গলবার পন্টুন বসানোর কাজ সমাপ্ত হয়।
ভোলা জেলা পোর্ট অফিসার কামরুজ্জামান বলেন, ৬টি স্পার্ড ও ২টি যেটির মাধ্যমে নতুন করে উন্নতমানের এ নৌ-টার্মিনালটি অনেক টেকসই ও একটি ব্যয়বহুল পন্টুন। ঘূর্ণিঝড় ও তীব্র জোয়ার মোকাবেলায় সক্ষম এটি।
এছাড়াও বিআইডব্লিউটিএ’র বরিশাল বিভাগীয় যুগ্ম পরিচালক রফিকুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এই বার্জ পন্টুনটি বিশ্বমানের। স্থানীয় সংসদ সদস্যের প্রচেষ্টায় এ ধরনের পন্টুন বেতুয়া স্টিমারঘাটে এই প্রথম বসানো হল।
বিডি প্রতিদিন/কালাম