নওগাঁর পত্নীতলায় ট্রাকচাপায় পিষ্ট হয়ে নন্দ হালদার (৩৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে নওগাঁ-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের উপজেলা সদর নজিপুর পৌর এলাকার পুঁইয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত মাছ ব্যবসায়ী উপজেলার মামুদপুর উত্তরপাড়া গ্রামের মৃত মতি হালদারের ছেলে।
পত্নীতলা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী জানান, নিহত মাছ ব্যবসায়ী নন্দ হালদার বাইসাইকেল নিয়ে নজিপুর বাস স্টেশনে যাওয়ার পথে পেছন থেকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক ট্রাক ও নিহতের লাশ থানা হেফাজতে নেওয়া হয়েছে। নন্দ হালদারের লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন