শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজাসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের বাদা তেঘোরিয়া এলাকায় এবং নালিতাবাড়ীতে এ দুর্ঘটনা দুটি ঘটে।
পুলিশ জানায়, সকালে চাচা হেকমত আলী, ভাতিজা আজিজ ও পলাশ মোটর সাইকেলযোগে কাজ শেষে বাড়ি ফিরছিলো।এ সময় বাদা তেঘোরিয়া চেয়ারম্যান বাড়ির পাশে পৌঁছলে তাদের মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চাচা হেকমতকে মৃত ঘোষণা করেন। ভাতিজা আজিজকে ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথে রাস্তায় মৃত্যু হয়। আহত পলাশ শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত হেকমত আলী ওই এলাকার মনর উদ্দিনের ছেলে এবং আজিজ মনর উদ্দিনের ছোট ভাই হযরত আলীর ছেলে। তারা দুজনই হেয়ারক্যাপ তৈরির কারখানায় কাজ করতো এবং সম্পর্কে চাচা ভাতিজা।এ ঘটনায় আহত হয়েছেন পলাশ নামে আরো একজন।অন্যদিকে নালিতাবাড়ী উপজেলায় ব্যাটারি চালিত অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত হয়েছেন।
অন্যদিকে, নালিতাবাড়ীতে আব্দুল কাদির তার ব্যাটারিচালিত রিক্সায় দুইজন যাত্রী নিয়ে নালিতাবাড়ী পৌর শহর থেকে গোজাকুড়া যাওয়ার পথে রিক্সার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে যাত্রীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল কাদির উপজেলার উত্তর কাপাসিয়া গ্রামের মৃত জিন্নত আলীর পুত্র।
বিডি-প্রতিদিন/মাহবুব