ময়মনসিংহের ফুলপুরে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস ও মিনা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ফুলপুর পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ঢাকা-হালুয়াঘাট মহাসড়ক দিয়ে ভাষা সৈনিক এম শামছুল হক চত্বর, বাসস্ট্যান্ড ও আমুয়াকান্দা ব্রিজ মোড় প্রদক্ষিণ করে পুনরায় পৌরসভা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। ফুলপুর পৌরসভার সহযোগিতায় ফুলপুর ক্লিন সোসাইটি এ কর্মসূচির আয়োজন করে।
এতে নেতৃত্ব দেন পৌর মেয়র মো. আমিনুল হক। এ সময় উপস্থিত ছিলেন এহসানুল হক, রাহাত, ফারুক, জয় প্রমুখ। র্যালি শেষে ফুলপুর ক্লিন সোসাইটির নেতা রাহাতের নেতৃত্বে শহরের বিভিন্ন পয়েন্টে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।
এর আগে ‘শহরটা আমাদের, এটাকে পরিষ্কার রাখার দায়িত্বও আমাদেরই’ প্রতিপাদ্য বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মেয়র মো. আমিনুল হক।
বিডি-প্রতিদিন/মাহবুব