কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে শেরপুরে জেলা জাসদ মানববন্ধন, সমাবেশ ও জেলা পুলিশের কাছে স্মারকরিপি প্রদান করেছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ের গেইটের সামনে আয়োজিত মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্য রাখেন জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন।
মানববন্ধন শেষে পুলিশ সুপার কাজি আশরাফুল আজীমের কাছে ৬ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় জেলা জাসদ নেতা একেএম ছামিদুল হক, বিপ্লব দে লব, আরিফুল ইসলাম নিশান, রফিকুল ইসলাম মান্নানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/মাহবুব