নাটোরে স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষকেরা উচ্চতর স্কেল না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন। সমগ্র চাকরি জীবনে দুটি স্কেল পেয়ে থাকলেও নতুন নীতিমালা বাস্তবায়ন না হওয়ায় সমগ্র যোগ্যতা ও প্রাপ্ততা থাকলেও তারা তা পাচ্ছে না। ফলে শিক্ষকদের মাঝে এক ধরনের হতাশা বিরাজ করছে। পাঠদানে মন বসাতে পারছে না তারা।
এমন প্রতিক্রিয়া জানালেন নাটোর জেলার উচ্চতর স্কেল না পাওয়া শিক্ষকেরা। নাটোর শহরে অবস্থিত গ্রীণ একাডেমি উচ্চ বিদ্যালয়ে এম. এ সেলিমের আহ্বানে বিভিন্ন উপজেলা থেকে প্রায় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। সেখানে বক্তব্য দেন সিংড়া উপজেলার নিঙ্গইন জোড়মল্লিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, বাগাতিপাড়া উপজেলার বড়ালঘাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুলফিকার আলী, সদর উপজেলার হয়বত পুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমতাজ বেগম, নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাহাতাব আলী, বড়াইগ্রাম উপজেলার পারকোল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহ আলম, লালপুর উপজেলার শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামরুল ইসলামসহ শিক্ষক নেতারা।
কিছুদিনের মধ্যে এই সমস্যার সমাধান না হলে তারা সম্মিলিতভাবে নায্য পাওনার জন্য আইনের আশ্রয় নেবে বলেও জানান।
বিডি-প্রতিদিন/মাহবুব