সিলেট নগরীর দক্ষিণ সুরমার কদমতলী মুক্তিযোদ্ধা চত্বর থেকে মিলন খান (৪৪) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা। তিনি যশোর জেলার বাঘারপাড়া থানার পাঠান পাইকপাড়া গ্রামের মৃত কাদির খানের ছেলে।
জানা গেছে, আটক মিলন আল মোবারাকা বাস সার্ভিসে চালক হিসেবে কর্মরত ছিলেন। গত সোমবার দিবাগত রাত ১১টার দিকে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, মিলন খানের কাছ থেকে ৫০৪ পিস ইয়াবা জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা।
সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, মিলন খান যশোর সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক