নেত্রকোনার খালিয়াজুরীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার সুপারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে গ্রেফতারের পর মঙ্গলবার দুপুরে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার বশিরুল ইসলাম (৫৭) খালিয়াজুরী এবতেদায়ী কওমিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট।
খালিয়াজুরী থানার ওসি এ.টি.এম. মাহমুদুল হক জানান, মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি গোলাম আবু ইছহাক থানায় এসে ১১ বছরের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ করেন। বলাৎকারের শিকার ওই ছাত্রের বাড়ী খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের ফতুয়া গ্রামে। সে ওই মাদ্রাসার আবাসিক ছাত্র।
ছাত্রটি জানায়, মাদ্রাসার আবাসিক মেসে থেকে সে কিতাব বিভাগে পড়ে। গত রবিবার রাতে তাকে বলাৎকার করে বশিরুল। বিষয়টি কাউকে বল্লে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার হুমকিও দেন তিনি। পরেরদিন সোমবার সে বিষয়টি তার এক শিক্ষককে জানালে, পরে ঐ শিক্ষক বিষয়টি মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি গোলাম আবু ইছহাককে জানান।
বিডি-প্রতিদিন/শফিক