নেত্রকোনায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ এবং সামাজিক রীতিনীতি পরিবর্তন বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় মোক্তারপাড়া সরকারি বালিকা বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করে মহিলা অধিদপ্তরের কার্যালয়।
স্বাবলম্বীর সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে উদ্বুদ্ধ আলোচনায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক শিবানী সাহা।
বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌসী বেগম, মাধ্যমিক শিক্ষা পরিদর্শক মাঈনউদ্দিন, সাংবাদিক আলপনা বেগম, স্বাবলম্বীর এমদাদ হোসেন ও ঝরনা জাহান প্রমুখ। এ সময় স্কুলের ৬ষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলো।
বিডি-প্রতিদিন/মাহবুব