পটুয়াখালীর কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিানার ৭৩তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ শনিবার সকাল ১০টায় উপজেলা ও পৌর আওয়ামী লীগ শাখার উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দেশের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব সুলতান মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়্যারমান এস.এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ