নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় খাঁন মোহাম্মদ খুরশিদ আলম (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার ঢাকা-সিলেট মহাসড়কে ঘটে এ দুর্ঘটনা।
নিহত খাঁন মোহাম্মদ খুরশিদ আলম একজন বীর মুক্তিযোদ্ধা। তার বাড়ি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর বেজরা গ্রামে। তার বাবার নাম মৃত আশ্রাফ আলী খাঁন।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সফিক জানান, দুপুর ১টার দিকে একটি অটোরিকশা যোগে ঢাকা-সিলেট মহাসড়ক যোগে বিশ্বরোড থেকে রূপসীর দিকে যাচ্ছিলেন। এসময় ঢাকাগামী দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী বীর মুক্তিযোদ্ধা খাঁন মোহাম্মদ খুরশিদ আলম মারা যান। এসময় অটোরিকশা চালক গুরুতর আহত হন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম