ময়মনসিংহের ফুলপুর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত করতে এক শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্যের প্রতিপাদ্য বিষয় ছিল, 'বাল্যবিবাহ মুক্ত সমাজ হলে, ঘরে ঘরে শিক্ষিত সমাজ মেলে। যে করে বাল্যবিয়ের আয়োজন, আইনের চোখে অপরাধী সেজন। শিক্ষায় বাড়ে সম্মান, বাল্যবিবাহে অপমান। শোনেন শোনেন দেশবাসী, শোনেন দিয়ে মন, বাল্যবিবাহ দিলে মা ও শিশুর হয় যে মরণ।'
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম। প্রধান শিক্ষক আক্রাম হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের উপস্থাপক সজিব দত্ত, সিনিয়র সাংবাদিক নাজিম উদ্দিন, পারি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রুবেল, শিক্ষক সালেহ আহম্মেদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন