বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদযাপিত হয়েছে। জন্মদিন উপলক্ষে শনিবার আনন্দ র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর শহরের নাজমা রহিম ফাউন্ডেশনে শহর ও কোতয়ালী মহিলা আওয়ামী লীগের উদ্যোগে জন্মবার্ষিকীর কেক কেটে শুভ সূচনা করেন স্বপ্নজয়ী মা নাজমা রহিম।
দিনাজপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা, শহর ও কোতয়ালী মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুলতানা বুলবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুন বেগম লাবুন, কোতয়ালী মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোস্না, শহর মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক খ্রীষ্টীনা লাভলি দাস, যুগ্ম আহবায়ক সেহেলী আক্তার ছবি, কোতয়ালী মহিলা লীগের যুগ্ম আহবায়ক রুনি ইসলাম প্রমুখ।
এর আগে, দিনাজপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে সভাপতি মো. তানভীর ইসলাম রাহুলের নেতৃত্বে আনন্দ র্যালি শহর প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত লিমন, কোতয়ালী ছাত্রলীগের আহ্বায়ক আহসানুজ্জামান চঞ্চল, শহর ছাত্রলীগ নেতা মাহমুুদুল হাসান সিঙ্গেল, আসাদ, পলিটেকটিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরমান হোসেনসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।
একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে দিনাজপুর শহরের যোগেন বাবু হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে শহর স্বেচ্চাসেবকলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম