কক্সবাজারের টেকনাফে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ৭০ শতাংশ মাদক নির্মূল করা হয়েছে। তবে ইয়াবার বিস্তারে ব্যাপক ভূমিকা রেখেই চলছে রোহিঙ্গারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন অপ-প্রচারে কান না দিয়ে সজাগ থেকে আগামী দিনসমূহেও আরও দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।
শনিবার বিকেল ৩টায় টেকনাফ বাসস্টেশনে জেলা পুলিশের আয়োজনে ইউএনডিপির সহযোগিতায় ‘সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশে' টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশের সভাপতিত্বে পৌর কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক ও সাংবাদিক নুরুল হোসাইনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন উপরোক্ত কথাগুলো বলেন।
এবিএম মাসুদ হোসেন আরও বলেন, কমিউনিটি পুলিশিংয়ের যারা সদস্য আছেন, তাদের কাজ কি? যেহেতু পুলিশের সংখ্যা কম, সমাজে পুলিশের ভূমিকায় কাজ করা এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করাই হলো কমিউনিটি পুলিশিংয়ের কাজ। অতএব, মনে রাখতে হবে আপনারা যারা কমিউনিটি পুলিশের সদস্য, পুলিশ বাহিনীর সঙ্গে সহযোগী হিসেবে কাজ করছেন, দেশ গঠনে ভূমিকা রাখছেন, জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন ও ইভটিজিংসহ সকল ক্ষেত্রে ভূমিকা রাখতেছেন। কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের জীবন ঝুঁকিতে রয়েছে বলে এখানে দু/একজন বক্তা অভিযোগ করেছেন। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই-যদি কেউ কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের গায়ে হাত তুলে, তাকে উপযুক্ত দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।
সভায় বক্তব্য রাখেন-ইউএনডিপির কনসালটেন্ট ও সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু বক্কর, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি নুরুল হুদা, আল-জামিয়া ইসলামিয়ার পরিচালক মুফতি কিফায়েত উল্লাহ শফিক, অপারেশন কর্মকর্তা রাকিবুল ইসলাম খান। পৌর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মোহাম্মদ আলম বাহাদুর, হ্নীলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক রেজাউল গণি, টেকনাফ সদর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ডা. নুর মোহাম্মদ গণি,বাহারছড়া কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আজিজ উল্লাহ প্রমুখ।
সমাবেশে মাদক নির্মূলে ভূমিকা রাখায় জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের হাত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন ইউএনডিপির জেলা কো-অর্ডিনেটর খালিদ মোহাম্মদ এরশাদ, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি নুরুল হুদা, পৌর কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক সাংবাদিক নুরুল হোসাইন, হ্নীলা ইউপির গ্রাম পুলিশ দফাদার নুরুল আমিন।
এসময় উপস্থিত ছিলেন ইউএনডিপির কনসালটেন্ট ছৈয়দ ফয়সাল আহমদ, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক আবুল কালামসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি/ সম্পাদক ও সকল সদস্য বৃন্দরা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম