প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালন উপলক্ষে আনন্দ র্যালি, দোয়া মাহফিল, বিশেষ প্রার্থনা ও বৃক্ষরোপণ করেছে কয়রা উপজেলা ছাত্রলীগ।
শনিবার বেলা ১১টায় দলীয় কার্যালয় থেকে একটি র্যালি উপজেলা সদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়।
পরে বিকাল ৪টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. শরিফুল ইসলাম টিংকুর সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আমিনুল হক বাদলের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার