কুমিল্লায় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা এমপি’র নেতৃত্বে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালন করা হয়। শনিবার সন্ধ্যায় নগরীর রানীর বাজারে তার রাজনৈতিক কার্যালয়ে নানা আয়োজনে তিনি এ দিনটি পালন করেন। তার মধ্যে ছিলো আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কেক কাটা।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক সফিক শিকদার, আওয়ামী লীগ নেতা পাপন পাল, মনির হোসেন , কামাল চৌধুরী, কুমিল্লা মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাইফুন্নাহার মিতা শিকদার, সাধারণ সম্পাদক আইরিন আহম্মেদ, সহ-সভাপতি ডলি সামাদ, সাংগঠনিক সম্পাদক নুর জাহান আক্তার চামেলী, জান্নাতুল ফেরদৌস শান্তা, কোষাধ্যক্ষ জিন্নাত শাকিলা ইয়াসমিন সুখী, রওশন আরা পলি, রীতা রাণী চন্দ্র,যুবলীগ নেতা গাজী রিয়াজ মাহমুদ, তথ্য প্রযুক্তি লীগ কুমিল্লা মহানগরের সভাপতি শাহরিয়ার মাহমুদ সাকির ও সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম বাবুসহ অন্যান্যরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার