‘ইশারা ভাষা সবার অধিকার’ এ শ্লোগানকে সামনে রেখে আর্ন্তজাতিক ইশারা ভাষা দিবস ও শ্রবণ প্রতিবন্ধী সপ্তাহ উপলক্ষে ঝিনাইদহে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিসিডি) নামের এক সংগঠন।
ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে ব্যানার ফেস্টুন নিয়ে শহরের বিভিন্ন এলাকার বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা অংশ নেয়।
পরে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় বক্তারা, ২০১৩ সালের প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা আইনের বাস্তবায়ন ও ধর্ষণের শিকার বাক ও শ্রবণ প্রতিবন্ধী নারী ও শিশুদের আইনগত সহায়তার ক্ষেত্রে ইশারা ভাষার ব্যবহার নিশ্চিতের দাবি জানান।
বিডি প্রতিদিন/হিমেল