ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় ভাবগাম্ভীর্য্য ও আনন্দঘন পরিবেশে উৎসবটি উপভোগ করতে ৩ দিনের সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়ে দিনাজপুরে সংবাদ সম্মেলন করেছে জাতীয় হিন্দু মহাজোট।
আজ রবিবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট দিনাজপুর শাখার উদ্দ্যোগে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের দিনাজপুর শাখার নির্বাহী সভাপতি অধ্যাপক প্রভাস চন্দ্র রায়।
লিখিত বক্তব্যে অধ্যাপক প্রভাস চন্দ্র রায় বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ৫ দিনের দুর্গাপূজায় ১ দিনের সরকারি ছুটি অপ্রতুল। এ জন্য বর্তমান সরকারের কাছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট দিনাজপুরের নেতৃবৃন্দ ৩ দিনের সরকারি ছুটি ঘোষণার দাবি জানাচ্ছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন রায়, জেলা শাখার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট কমল কান্ত কর্মকার, কাহারোল উপজেলা শাখার সভাপতি জগেশ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক স্বপন কুমার রায় এবং যুব মহাজোটের সাধারণ সম্পাদক দূর্জয় দাস প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম