চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা ফায়ার সার্ভিসের অদূরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালক নিহত ও দুই নারী যাত্রী আহত হয়েছেন। আজ রবিবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত হয়েছেন সদর উপজেলার বোয়ালমারী গ্রামের মিরাজ বিশ্বাসের ছেলে রবিউল ইসলাম ওরফে রবি (৫০)। এ ঘটনায় সাদিয়া আক্তার (৩০) ও আছিয়া ওরফে সামিয়া (১৮) নামে ইজিবাইকের দুই যাত্রী আহত হয়েছেন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস জানান, রবিবার দুপুরে চুয়াডাঙ্গা থেকে দর্শনাগামী একটি ইজিবাইকের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালক রবিউল, যাত্রী সাদিয়া ও আছিয়া মারাত্মক আহত হন। খবর পেয়ে দর্শনা ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে চালক রবিউল মারা যান। আহতরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ