দীর্ঘ ৬ বছর পর জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হল নাটোর পৌর আওয়ামী লীগের সম্মেলন। শনিবার সকাল ১০টায় নাটোর এনএস সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। সম্মেলনের উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
এরপর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি অপূর্ব চক্রবর্তীর সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সামছুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তুজা আলী বাবলু, দফতর সম্পাদক দিলীপ দাসসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
সম্মেলনের প্রথম পর্ব শেষে বিকালে দ্বিতীয় অধিবেশন শুরু হয়।
দ্বিতীয় অধিবেশনেই গোপন ভোটের মাধ্যমে দলের নেতা নির্বাচন করা হয়। ভোটে নাটোর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল এবং হাবিবুর রহমান চুন্নু সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
দলটি সূত্র জানায়, সর্বশেষ পৌর আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল ২০১৩ সালে। সে সময় অপূর্ব চক্রবর্তীকে সভাপতি ও সৈয়দ মোস্তাক আলী মুকুলকে সাধারণ সম্পাদক করে ৪৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
বিডি প্রতিদিন/কালাম