চুয়াডাঙ্গায় ৬টি প্রতিষ্ঠান ও ৫৪টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে প্রায় ২০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ রবিবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় সমাজ কল্যাণ পরিষদ জেলার শহর সমাজ উন্নয়ন প্রকল্প পরিষদ, অপরাধী সংশোধন ও পূনর্বাসন সমিতি, রোগী কল্যাণ সমিতিসহ ৬টি প্রতিষ্ঠান এবং ৫৪টি সংগঠনে এ অনুদানের চেক প্রদান করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম খান। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান। অনুষ্ঠানে ১৯ লাখ ৯১ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ