টাইমস্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল, সচিবালয়ের ন্যায় পদবী পরিবর্তন, সরকারি দপ্তরে কার্যভিত্তিক/ দৈনিক মজুরী কর্মচারী ও আউটসোসিংয়ের মাধ্যমে নিয়োগকৃত জনবল নিয়মিতকরণ, নিয়োগে রেল ও প্রাথমিক শিক্ষকদের ন্যায় সরকারি কর্মচারীদের ৪০ভাগ পোষ্য কোটা সংরক্ষন, শতভাগ পেনশন প্রদানসহ ৫ দফা পূরনের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ এবং প্রধানমন্ত্রী বরাবর স্মরকলিপি দিয়েছে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ।
কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে সংগঠনের বরিশাল জেলা কমিটির উদ্যোগে আজ রবিবার সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জেলা ও বিভিন্ন উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের কয়েকশ’ কর্মকর্তা-কর্মচারী অংশ নেয়।
সমন্বয় পরিষদ জেলা কমিটির সভাপতি মোহাম্মদ মানিক মৃধার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আনোয়ার হোসেন আনু। সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বরিশাল ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট এ,কে আজাদ।
৫ দফা দাবির স্বপক্ষে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারন সম্পাদক মৃধা মো. নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. মিরাজ হোসেন, জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল গফফার, সমন্বয় পরিষদের উপদেষ্টা সিভিল সার্জন কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. ফরিদ আহমেদ ও সাবেক নাজির মো. আলমগীর হোসেন বক্তব্য রাখেন।
এসময় বক্তারা তাদের দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশ শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাশের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবি সংবলিত একটি স্মারকলিপি দেন সমন্বয় পরিষদের নেতারা।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ