নাটোরের সিংড়ায় গোলই আফরোজ সরকারি কলেজ ছাত্র সংসদ ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ উদ্বোধন করা হয়।
রবিবার দুপুরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন কলেজ ছাত্র সংসদের ভিপি সজিব ইসলাম জুয়েল, জিএস বেয়ায়েত হোসেন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনির হোসেন, সিংড়া মডেল প্রেসক্লাব সভাপতি রাজু আহমেদ, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক রবিন খান, সিংড়া পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী রনি, সুমন পিকেসহ ছাত্র সংসদ ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মোট ৭৩টি বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম