কক্সবাজারের টেকনাফে র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ১৯ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৩ হাজার ৮৮০পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করা হয়েছে।
রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে হ্নীলা ইউপির নয়াপাড়া জামে মসজিদের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার হ্নীলা ইউপি লেদা শালবাগান ২৬নং রোহিঙ্গা ক্যাম্পে এ ৪ ব্লকের বাসিন্দা হাফেজ আহাম্মদের ছেলে মোঃ শরিফ(৩৫) ও শালবাগান ২৭নং রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের বাসিন্দা আজিজুর রহমানের ছেলে হাফেজ আহাম্মদ(২৫)।
র্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ ক্যাম্প ইনচার্জ লেঃ কমান্ডার মির্জা শাহেদ মাহতাব জানান, দুপুরে নয়াপাড়া জামে মসজিদের সামনে সড়কে মাদক ব্যবসায়ীরা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এমন তথ্য ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৩হাজার ৮৮০পিস ইয়াবা বড়িসহ দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৯লাখ ৪০ হাজার টাকা। ইয়াবাসহ আটককৃতদের সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন