ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইভটিজিং করার দায়ে এক যুবককে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মো. রায়হান (২০) নামের ওই যুবক আখাউড়া পৌরশহরের মসজিদপাড়ার মো. আনিছের ছেলে। শনিবার রাতে ভ্রাম্যমাণ আদালত বসে রায়হানকে ইভটিজিং করার দায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
জানা গেছে, আখাউড়া পৌরশহরের নাছরীন নবী পাইলট উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণীতে পড়াশুনা করেন উপজেলার কল্যাণপুর গ্রামের কয়েকজন ছাত্রী। বিদ্যালয়ে আসার যাওয়ার সময় রায়হান ও তার বন্ধুরা মিলে ওই ছাত্রীদের বেশ কয়েকদিন ধরে ইভটিজিং করছিল। পরে এক ছাত্রীর বাবা শনিবার এ বিষয়ে থানায় অভিযোগ দিলে পুলিশ রায়হানকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।
ভ্রাম্যমাণ আদালত রায়হানকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার রেইনা। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার রেইনা ঘটনার সত্যতা স্বীকার করেন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ