লক্ষ্মীপুরের রামগঞ্জে অস্ত্র-ডাকাতি ও মাদক মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৪ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার ও শনিবার রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আজ রবিবার দুপুরে তাদের জেলা কারাগারে পাঠায় পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি রামগঞ্জের নিচহরা গ্রামের মনু মিয়া (৪৫), ১ বছরের সাজাপ্রাপ্ত শৈরশৈ গ্রামের মো. আশিক (২৫), ডাকাতি ও অস্ত্র মামলায় ৪ বছরের সাজাপ্রাপ্ত আইয়েনগর গ্রামের মিজানুর রহমান পিন্টু (৩৫) ও ৬ মাসের সাজাপ্রাপ্ত মো. ছায়েদুর রহমান (৩৮)।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ