মূল বেতনের শতকরা ২০ ভাগ ইনক্রিমেন্ট, চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর, অবসরের বয়স ৬৫ বছর, মন্ত্রনালয়ের ন্যায় সকল কর্মচারীদের পদ পরিবর্তন, বেতন বৈষম্য দূরকরণের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে স্মারকলিপি দিয়েছে সরকারি কর্মচারীরা।
রবিবার সকালে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের ইনক্রিমেন্টে বেতর বৃদ্ধির বৈষমের শিকার হচ্ছে। এছাড়াও মন্ত্রনালয়ের ন্যায় সকল কর্মচারীদের পদ পরিবর্তনসহ ৫ দফা দাবি বাস্তবায়নের সরকার প্রধানের দৃষ্টি কামনা করেন বক্তারা।
সমাবেশে বক্তব্য দেন জেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি দবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক উত্তম কুমার দেব। পরে ৫ দফা দাবি সম্বলিত প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জেলা প্রশাসকের হাতে তুলে দেন সরকারি কর্মচারি পরিষদের নেতারা।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ