ফরিদপুরের চাঞ্চল্যকর কেরামত হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা ও দায়রা জজ মোঃ সেলিম মিয়া এ রায় প্রদান করেন। রায় প্রদানের সময় আসামিদের মধ্যে ৫ জন উপস্থিত ছিলেন। অপর দুই আসামি পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৪ই ডিসেম্বর ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার লোহারদিয়া গ্রামের পিকাপ চালক কেরামত রাতের খাবার খেয়ে ঘরে ঘুমিয়ে থাকলে কে বা কাহারা ঘর থেকে তাকে নিয়ে যায়। পরদিন সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি বিলে গলা কাটা অবস্থায় কেরামতের লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের ভাই ইকরাম হাওলাদার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে এ ঘটনায় একজন আসামিকে আটক করা হয়।
তারই স্বীকারোক্তীমূলোক জবানবন্দীর মাধ্যমে হত্যাকাণ্ডে আরও ৬ আসামীর নাম উঠে আসে। দীর্ঘ শুনানী ও সাক্ষ্য শেষে আজ এ মামলার রায়ে আসামী তোফা মোল্ল্যা, পলাশ ফকির, সিদ্দিক খালাসী, এরশাদ মাতুব্বর, আনু মোল্ল্যা, সিরাজ খাঁ ও নাইম মাতুব্বরকে ফাঁসির আদেশ ও প্রত্যেক আসামিকে ১০হাজার টাকা করে জড়িমানা করেন আদালত। আসামিদের মধ্যে সিরাজ খাঁ ও নাইম মাতাব্বর পলাতক রয়েছেন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ