বগুড়ার কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজে সোমবার সততা সংঘের উদ্যোগে দুর্নীতি বিরোধী রচনা, বিতর্ক, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সততা স্টোরের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মাওঃ তায়েব আলী।
অনুষ্ঠানের উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশন বগুড়া কার্যালয়ের উপ-পরিচালক মনিরুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মাছুদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, দুর্নীতি দমন কমিশন বগুড়া কার্যালয়ের সহকারি পরিচালক সুদীপ কুমার চৌধুরী, কাহালু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রভাষক পি এম মাকছুদুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ কে এম রেজাউল আখলাক। সঞ্চালনায় ছিলেন কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের ইংরেজী প্রভাষক মামুনুর রশিদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মিল্লাত হোসেন, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের গভর্নিং বডির সদস্য ও কাহালু পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব মোফাজ্জল হোসেন, কাহালু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আফরোজ আলী খান আপেলসহ অত্র কলেজের শিক্ষক/শিক্ষিকা ও ছাত্রীবৃন্দ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন