টেকনাফে বৈরী আবহাওয়া ও বর্ষাকালের কারণে দীর্ঘ ছয়মাসের বেশি বন্ধ থাকার পর নভেম্বরের প্রথম দিন থেকেই সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে।
সূত্রে জানা যায়, টেকনাফ দমদমিয়া জেটিঘাট থেকে বিআইডব্লিউটিএ’র অনুমতি নিয়ে কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন, বে-ক্রুজ, এমবি দি আটলান্টিক ক্রুজ, গ্রীন লাইন, এমবি পারিজাত, এলসিটি কাজল, দোয়েল পাখি ও ফারহান ক্রুজ জাহাজ পর্যটকদের নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
প্রতি বছর অক্টোবর কিংবা নভেম্বর থেকে সমুদ্র পাড়ি দিয়ে সেন্টমার্টিনে বেড়াতে যান অসংখ্য পর্যটক।তারা থাকেন দ্বীপের প্রায় ১০০টি হোটেল-মোটেল ও কটেজে। হোটেল-মোটেল ও কটেজগুলোতে শেষ মুহুর্তে চলছে ধোয়া মুছার কাজ।
বিআইডব্লিউটিএ'র টেকনাফ অঞ্চলের পরিদর্শক (পরিবহন) মোহাম্মদ হোসেন জানান, জাহাজ কর্তৃপক্ষ যাতে কোনো ধরনের অতিরিক্ত যাত্রী পরিবহন না করে এবং ভাড়ার তালিকা টাঙানোর নির্দেশ দেয়া হয়েছে।
এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল হাসান জানান, সমুদ্র উত্তাল হয়ে পড়ায় স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসনের নিষেধ থাকার কারণে এতদিন জাহাজ চলাচল বন্ধ ছিল।বর্তমানে সমুদ্র শান্ত ও পর্যটকদের কথা চিন্তা করে আবারো পর্যটক পারাপার শুরু হচ্ছে। আবহাওয়া ঠিক থাকলে নভেম্বরের প্রথম দিন থেকেই জাহাজ চলাচল করার সম্ভাবনা রয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন