লক্ষ্মীপুরে মোটরসাইকেলের ধাক্কায় শাহিনুর বেগম নামে এক পথচারী নারী নিহত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে রায়পুর-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের রাখালিয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।
শাহিনুর স্থানীয় দালাল বাজার ইউনিয়নের হারুনের ছেলে। তার মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুরে ঘটনাস্থলে শাহিনুর রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে অজ্ঞাত মোটরসাইকেল চালক ও পথচারী ওই নারী গুরুত্বর আহত হন। পরে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করে। তবে এর আগেই আহত চালক পালিয়ে যায় বলে জানান নিহতের স্বজনরা।
বিডি প্রতিদিন/হিমেল