খাগড়াছড়ি সদরের ভুয়াছড়ি এলাকায় ট্যাক্টর উল্টে শাখাওয়াত হোসেন (৩০) নামে চালক নিহত হয়েছেন। আজ এ ঘটনা ঘটে।
শাখাওয়াত হোসেনের গ্রামের বাড়ি রংপুরে। তিনি শহরের রুপনগর এলাকায় ভাড়া থাকতেন।
জানা গেছে, ভুয়াছড়িতে খালি ট্যাক্টর নিয়ে যাওয়ার পথে ট্যাক্টর উল্টে ঘটনাস্থলে চালক শাখাওয়াত নিহত হয়। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল