বরগুনায় ৩১ টি পাসপোর্টসহ পাসপোর্ট অফিসের এক দালালকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন-৮ (র্যাব)। সোমবার দুপুর ১২টার দিকে শহরের টাউন হল এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে দালালচক্রের মূল হোতা এনামুল হক ওরফে মিলনকে (৩৫) আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাসপোর্ট অফিসের দালাল এনামুল হক ওরফে মিলন বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেনের আপন মামাতো ভাই।
পটুয়াখালী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৮(র্যাব) সূত্রে জানা যায়, বরগুনার পাসপোর্ট অফিসের দীর্ঘ দিন যাবৎ একটি দালালচক্র কাজ করছে। গ্রাম থেকে পাসপোর্ট করতে আসা লোকজনের কাছ থেকে অতিরিক্ত টাকা রেখে পাসপোর্ট করিয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এই চক্রটি। এমন অভিযোগে ভিক্তিতে সোমবার দুপুর ১২টার দিকে র্যাব-৮ কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দীনের নেতৃত্বে সোমবার দুপুরে টাউনহল এলাকায় একটি ভাড়াটে বাসায় অভিযান চালানো হয়। এসময় পাসপোর্ট অফিসের দালালচক্রের মূলহোতা এনামূল হক ওরফে মিলনকে ৩১ টি পাসপোর্টসহ আটক করা হয়।
এসময় তার কাছ থেকে বিপুল পরিমান পাসপোর্টের আবেদন ফরম, সত্যায়িত করার সিল জব্দ করা হয়। পরে বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবক্কর সিদ্দিকী তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ।
পটুয়াখালী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৮ (র্যাব) কোম্পানী কমান্ডার মো. রইছ উদ্দীন বলেন, পাসপোর্ট অফিসের দালাল হিসেবে দীর্ঘ দিন যাবৎ কাজ করত মো. এনামুল হক ওরফে মিলন। গ্রাম থেকে পাসপোর্ট করতে আসা লোকজনের কাছ থেকে অতিরিক্ত টাকা রেখে পাসপোর্ট করিয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে টাউনহল এলাকায় তার ভাড়াটে বাসায় অভিযান পরিচালনা করে ৩১ টি পাসপোর্টসহ তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে বিপুল পরিমান পাসপোর্টের আবেদন ফরম জব্দ করেন তারা।
বিডি প্রতিদিন/হিমেল