বকেয়া বেতন ও বোনাসসহ বকেয়া কর্তনকৃত টাকা ফেরত ও ৬ বছর যাবৎ কর্মরত এম.এল.এস.এস অফিস সহায়ক কর্মচারীদের রাজস্ব খাতে নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে সাতক্ষীরা মেডিকেল কলেজের আউটসোর্সিং কর্মচারীবৃন্দ।
সোমবার (২৮ আক্টোবর) বেলা ১১টায় সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সাতক্ষীরা মেডিকেল কলেজের কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ইলমুল হক সজীব’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাইম হাসান, সাংগঠনিক সম্পাদক মুন্সী মামুন হোসেন, কার্যকরী সদস্য শাহানারা পারভীন, আমেনা খাতুন, মহিবুল্লাহ, মনিরুল ইসলাম, রবিউল ইসলাম ও আক্তারুজ্জামান প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল