কুমিল্লা কান্দিরপাড়-পদুয়ার বাজার সড়কের কচুয়া চৌমুহনী এলাকায় সোমবার সন্ধ্যায় বাস চাপায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম হাফেজা আক্তার হাসি।
তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায় বলে জানা গেছে। তিনি কুমিল্লা ইপিজেডে কর্মরত শ্রমিক ছিলেন। কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে পেছন থেকে আসা শাহ-আলী সুপার নামক যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ইপিজেড পুলিশ ফাঁড়ির এসআই মাইনুল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/শফিক