বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, দলীয় প্রতিনিধি সভায় মঞ্চে কে বা কারা বসবেন, সেটি দলীয়ভাবে নির্ধারিত ও সম্পূর্ণই সাংগঠনিক বিষয়। এক্ষেত্রে কোনো ব্যক্তি বিশেষের পক্ষে একক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।
গতকাল সোমবার সন্ধ্যায় নগরের কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সাবেক সাংসদ এম জানে আলম দোভাষের স্মরণসভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলে, রবিবার আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে একটি পক্ষ জল ঘোলা করতে চাইছে, এটি ঠিক নয়। এসব বিষয় নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়, এতে দলের শৃঙ্খলা নষ্ট হয়। বিষয়টি নিয়ে কাউকে আর বাড়াবাড়ি না করার জন্য আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, চট্টগ্রামে একটি বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে চলছে পাল্টাপাল্টি কথার যুদ্ধ। বিষয়টি হলো রবিবার সকালে নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিনকে আওয়ামী লীগের চট্টগ্রাম অঞ্চলের ৬টি জেলার সাংগঠনিক প্রতিনিধি সভার মঞ্চ থেকে নামিয়ে দেওয়া। এ নিয়ে পক্ষে-বিপক্ষে রয়েছে নানা যুক্তি।
বিডি-প্রতিদিন/শফিক