মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাজুড়ে চলছে ডাকাত আতঙ্ক। আর ডাকাতের হাত থেকে মানুষের জানমালের নিরাপত্তায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আগাম সতর্কবার্তা দিচ্ছে পুলিশ। সোমবার সন্ধ্যার পর থেকে বিভিন্ন ফেসবুক আইডি থেকে এ বার্তা দেয়া হয়।
এ ব্যাপারে ওসি মো. আব্দুছ ছালেক বলেন, হেডকোয়ার্টার থেকে একজন ডাকাতের স্বীকারোক্তি ও মোবাইল ফোন ট্রাকিং করে নিশ্চিত হওয়া গেছে একটি সংঘবদ্ধ ডাকাত দল শ্রীমঙ্গল এলাকায় ডাকাতির চূড়ান্ত প্রস্তুতিতে রয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। উপজেলার সর্বত্র পুলিশের টহল জোরদার করা হয়েছে।
তিনি বলেন, যেহেতু শীতকালে বেশি ডাকাতির ঘটনা ঘটে, তাই প্রতিটি এলাকায় পাহারাদারের ব্যবস্থা করা এবং ভয় না করে সবাইকে সর্তক থাকার অনুরোধ করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা কামনা করেন।
বিডি-প্রতিদিন/শফিক