বগুড়ায় মাদক সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে উজ্জল হোসেন (২৬) নামে এক যুবক খুন হয়েছেন। উজ্জল সদর উপজেলার পালশা তালপুকুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
সোমবার রাতে সদরের নিশিন্দারা ধমকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত ছিল বলে জানা গেছে।
সদর থানার এসআই আব্দুল গফুর জানান, রাত সাড়ে ১০ টার দিকে উজ্জলকে মুঠোফোনে ডেকে নিয়ে ধমকপাড়া এলাকায় উপর্যপুরি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টার দিকে সে মারা যায়। লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন