নোয়াখালীর জেলা শহর মাইজদী গুপ্তাংক অম্বিকানগর পূজা মন্ডপ উদ্যেগে ও শ্যমাকালীপূজার আয়োজনে সোমবার রাতে চারহাজার অসহায় দুঃস্থদের মাঝে প্রসাদ ও বস্ত্র বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক তন্ময় দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কালী পূজা উপলক্ষে এ বস্ত্র বিতরণ করেন।
শ্যামাকালী পূজার সভাপতি অনুপকুমার দাস এর সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অম্বিকানগর পূজা মন্ডপের সভাপতি সমীর দাস, সাধারণ সম্পাদক এডভোকেট বাপ্পানাগ, এডভোকেট পদ্যুৎ কান্তি পাল, অঞ্জন চৌধুরি, শ্যামাকালী পূজার সাধারণ উৎপল পাল, জয় রায়, রাজীব চন্দ্র ও সাংবাদিক আকবর হোসেন সোহাগ প্রমুখ। এর আগে প্রধান অতিথি মন্ডপ পরিদর্শন করেন এবং ভক্তদের সাথে আলোচনা সভায় বক্তব্য দেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ