চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কড়ৈতলী এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয় এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি বন্দুক, চার রাউন্ড কার্তুজ, চাইনিজ কুড়াল, রামদা ও চাপাতি উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাতে কড়ৈতলী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। এসময় এক এসআইসহ আরও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে পুলিশের দাবি, তিনি ডাকাত দলের সদস্য।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন