ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের সদর উপজেলার মল্লিকপুর এলাকায় অজ্ঞাত এক গাড়ি চাপায় কানাইপুর পল্লী বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তা নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৯টার সময় বোয়ালমারী ভাড়া বাসা থেকে মোটরসাইকেল যোগে কানাইপুর নিজ কর্মক্ষেত্র পল্লী বিদ্যুৎ অফিসে আসার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওই কর্মকর্তার নাম হাফিজুর রহমান (৫০)। তিনি মাদারীপুর জেলার ঘটককের চর এলাকার মৃত সিরাজ মোল্লার ছেলে। তার এক ছেলে এক মেয়ে। তিনি কানাইপুর পল্লী বিদ্যুৎ অফিসে পাওয়ার ইউচ কোঅর্ডিনেটর পদে কর্মরত ছিলেন।
নিহতের স্ত্রী পারভিন আক্তার জানান, তিনি বোয়ালমারী পল্লী বিদুৎ অফিসে ক্যাশিয়ার হিসেবে কর্মরত। এ কারণে তারা বোয়ালমারীতে বাসা নিয়ে থাকেন। সকালে প্রতিদিনের মতো আমার স্বামী মোটরসাইকেল যোগে কানাইপুর পল্লী বিদ্যুৎ অফিসে আসার সময় এই ঘটনা ঘটে।
কানাইপুর হাইওয়ে থানার ইনচার্জ সাফুর আহমেদ জানান, স্থানীয়রা খবর দিলে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের সদর উপজেলার মল্লিকপুর এলাকা থেকে হাফিজুর রহমানের লাশ উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন