দিনাজপুরের চিরিরবন্দরে ৩ সন্তানের জননী জ্যোৎস্না বেগমকে (২৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজন ওই গৃহবধূর স্বামী মিজানুর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
এদিকে, স্বামীর পরিবার এটিকে আত্মহত্যা বললেও মৃত গৃহবধূর পরিবার তাকে হত্যার অভিযোগ করেছেন। অপরদিকে, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত প্রকৃত ঘটনা কি তা বলা যাবে না বলে জানান চিরিরবন্দর থানার ওসি মাহবুবুর রহমান।
গত ২৮ অক্টোবর চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নেরে রসুলপুর গ্রামের ডাঙ্গাপাড়ায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, স্বামী মিজানুর রহমান প্রায়ই বিভিন্ন কারণে স্ত্রী জ্যোৎস্না বেগমকে মারপিট করতেন। এরই ধারাবাহিকতায় গত ২৮ অক্টোবর ভাত রান্না না করার অপরাধে মিজানুর জ্যোৎস্নাকে বেদম মারধর কনে। এক পর্যায়ে জ্যোৎস্না অসুস্থ হয়ে পড়লে তাকে রিকশাভ্যান যোগে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিরিরবন্দর ওসি মাহবুবুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে মরদেহের সুরতহাল করি। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আটক মিজানুর রহমানকে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।
বিডি প্রতিদিন/কালাম